ads

বাসর রাতের দুই রাকাত নামাজ

বাসর রাতে স্ত্রীকে নিয়ে দু'রাকাত সালাত আদায় করা কি সুন্নাহ? 
প্রত্যেক যুবক-যুবতী কাছে বড় অপেক্ষাময় রাত্র এটি। তাই তো বিবাহের পিরিতে বসার আগ অনেক ভাই-বোন এসব প্রশ্ন করে থাকে।

আজ দু'টি বিষয়ে জানব,

১ বাসর রাতে স্ত্রীকে সাথে নিয়ে দুই রাকাত সালাত আদায় করা কি সুন্নাহ?

২ নামাজের আগে বা পরে স্ত্রীকে সাথে নিয়ে দোয়া করা কি সুন্নাহ?

#প্রথম বিষয়ঃ
 রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসালাম থেকে বাসর রাত্রে স্ত্রীকে নিয়ে দু'রাকাত সালাত আদায় করার ব্যাপারে কোন কিছু পাওয়া যায় না। তবে সাহাবাদের থেকে বিশুদ্ধ সূত্রে এমন আমলের আদেশ ও আমল পাওয়া যায়। যেমন,

جاء رجل إلى عبد الله [يعني : ابن مسعود] يقال له أبو جرير فقال : إني تزوجت جارية شابة وإني أخاف أن تفركني (أي : تبغضني) .

قال : فقال عبد الله : إن الإلف من الله ، والفرك من الشيطان ، يريد أن يكره إليكم ما أحل الله لكم ، فإذا أتتك فمرها أن تصلي وراءك ركعتين
" আবু জারির নামে কথিত এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাদি)-এর কাছে আসলেন এবং বললেন, আমি যুবতী একটি মেয়েকে বিবাহ করেছি। তবে আমার ভয় হচ্ছে সে আমার প্রতি গোসসা না হয়ে যায়।  তিনি বলেন, অতপর আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাদি) বললেন, ভালোবাসা আল্লাহর পক্ষ হতে আসে এবং ঘৃণা শয়তানের থেকে আসে। আল্লাহ তোমাদের জন্য  যা বৈধ করেছে,  সে (শয়তান)  তোমাদের কাছে  তা অপছন্দ করে তুলতে ইচ্ছা করে। সুতরাং তোমার কাছে যখন তোমার স্ত্রী আসবে তুমি তাকে তোমার পিছনে দুই রাকাআত নামাজ পড়তে আদেশ করবা। (অর্থাৎ তোমরা দুজন মিলে জামাত সহকারে সালাত আদায় করো।) "

(মুসান্নাফে আবি শাইবাঃ ৩/৪০২,  মুসান্নাফে আব্দুর রাজ্জাকঃ ৬/১৯১ , মু'জামুল কাবিরঃ ৯/২০৪  )

#আরো দেখুন, মুসান্নাফে আবি শাইবাঃ ৩/৪০১,  মুসান্নাফে আব্দুর রাজ্জাকঃ ৬/১৯১,  আদাবুয যিফাফঃ ২২ পৃষ্ঠা 

#নোটঃ রাতে নামাজে সূরা-কিরাআত আস্তেও পড়া যায় আবার জোরেও পড়া যায়।  এটা স্বামী-স্ত্রীর ইচ্ছা। 

#দ্বিতীয় আলোচনাঃ
 দোয়ার ব্যাপার নির্ধারিত কোনো সময়ের কথা পাওয়া যায় না। সুতরাং নামাজের আগে বা পরে যেকোন সময় করা যাবে। নিয়ম হল, স্বামী স্ত্রীর দিক মুখ করে তার মুখ বরাবর হাত তুলে এই দোয়া পড়বে। এবং স্ত্রী আমিন বলবে। দোয়াটি হল, 

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ

উচ্চারণ ঃ আল্লাহুম্মা ইন্নী আস'আলুকা খয়রহা ওয়া খয়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া মিন শাররি মা জাবালতাহা আলাইহি। 

(সুনানে আবু দাউদঃ ২১৬০)

( আব্দুর রহমান)

No comments:

ads
Theme images by A330Pilot. Powered by Blogger.