ads

ভালোবাসা দিবস না যৌনতার প্রসার

কালকের দিনটিকে ঘিরে যত আয়োজন, এরমধ্যে সবচেয়ে ভয়াবহ ও মারাত্মক প্রচারণা হল এটি। যেখানে মহান আল্লাহ তা'য়ালা যিনার ধারেকাছেও যেতে নিষেধ করেছেন, সেখানে সমাজের মেইনস্ট্রিম থেকেও এই ধরণের প্রচারণাগুলো আসছে। জাহেলী এই সমাজে যিনা কতটা পবিত্র, সহজলভ্য এবং স্বাভাবিক হয়ে গেছে, এই চিত্রগুলো তারই পরিমাপের দিকে নির্দেশ করছে।

মূলত এটাই সেকুলার ও নারীবাদী যৌনশিক্ষার মূল উপাদান। অবৈধ যৌন মেলামেশাকে বন্ধ করে পবিত্রতম পরিবেশ নিশ্চিতকরণ তাদের উদ্দেশ্য নয়। তাদের পুরো যৌনশিক্ষা আটকে আছে কথিত এই বেলুন ও গর্ভাধিকারের মাঝে। অবৈধ যৌনমিলনে নিরাপত্তা নিশ্চিতকরণই সেকুলার যৌনশিক্ষার মূল আবেদন। ফলে এই যৌনশিক্ষার ৮০℅ আলাপই হয় বেলুন ব্যবহার আর গর্ভপাতের অধিকার নিয়ে। এর সাথে থাকে কথিত বাল্যবিবাহ বিরোধী প্রচারণা, জেন্ডার সমতা, জন্মনিয়ন্ত্রন আর পিরিয়ড নিয়ে আলোচনা। নামে মাত্র স্বাস্থ্য সচেতনা সংক্রান্ত আলাপ থাকে।

প্রিয় ভাইবোনেরা! এই দিবস ভালবাসার না, যৌনতার। তারা যেটাকে সুরক্ষিত ভালবাসা বলছে সেটাকে আপনার রব যিনা বলে আখ্যায়িত করছে। আপনার রব যেমন আপনাকে তাঁর ইবাদাত করতে শেখায় তেমনি শেখায় ভালোবাসতে। ভালোবাসা ছড়িয়ে দিতে। কিন্তু সেই ভালোবাসা তো কাফের ও বেজাতিদের সজ্ঞায়িত ভালোবাসা না, সেই ভালোবাসা বেগানা নারী-পুরুষের সাথে একাকি নির্জনতা নয়, সে ভালোবাসা মানে তো ড্রেনে পরে থাকা ভ্রূণ নয়। বরং সেই ভালোবাসার শুরু হয় বিবাহের মাধ্যমে। কিন্তু আপনি আজ আপনার রবের শিখিয়ে দেয়া ভালবাসা ভুলে সেইন্ট ভ্যালেন্টাইন নামক এক খ্রিষ্টান পাদ্রীর শিখিয়ে দেয়া ভালোবাসার মোহে পরে “ভ্যালেন্টাইন ডে” পালন করছেন।


সব শেষে আপনাকে আপনার মহান রবের ক্ষমার কথা স্বরণ করিয়ে দিতে চাই, যিনি পরম দয়ালু ও ক্ষমাশীল। আপনি হয়ত শয়তানের ধোঁকায় পড়ে ভুল করে ফেলছেন, যিনার মত ভয়াবহ গুনাহ করে ফেলছেন। কিন্তু এখনো সময় আছে, এখনো সময় আছে তাওবার। আল্লাহর দিকে ফিরে আসুন ভাই আমার, হে বোন এই হারাম সম্পর্কের আগুন থেকে বেরিয়ে আসুন। পরিবারকে জানিয়ে বিয়ে করে ফেলুন। রবের কাছে কান্না কাটি করুন। তাহাজ্জুদে দাঁড়িয়ে, নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রর্থনা করুন।এখনো সময় আছে ফিরে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন.....

No comments:

ads
Theme images by A330Pilot. Powered by Blogger.