ads

নতুন বছর নতুন আমি


 বছর শেষে মনে হচ্ছে, করোনার মধ্যে জীবনকে নতুন ভাবে বুঝেছি, চিনেছি, জেনেছি। নিরন্তর চাহিদা পূরনের পেছনে দৌড়াতে দৌড়াতে জীবন শেষ করে দেওয়া মানে জীবন না। কারন জীবনে চাহিদার শেষ হয় না, একটার পর একটা আসতেই থাকে। তাই এই দৌড় আর কখনো শেষ হয় না।

আর সুখী হতে হলে সব কিছু পাওয়া লাগবে এমন না। সুখ ব্যাপারটা ব্যক্তিগত। অমুকের 'ঐটা' আছে আমার ক্যান নেই, এই রকম তুচ্ছ ব্যাপার এড়িয়ে চলাটাই সুখ। কে কি বললো, কে কি ভাবলো, এই গুলা গায়ে না মাখাটা সুখ।
শুধু ম্যাটারিয়ালিস্টিক জীবন যাপন করা মানুষ হলো গরুর মতো। গরুরা যেমন সকাল বেলা মাঠে যেয়ে ঘাস খায়, সন্ধ্যায় ফিরে আসে। তাদের লক্ষ্য থাকে আত্মকেন্দ্রিক! নিজেকে নিয়েই যত ভাবনা!
নিজেকে সময় দেওয়া, পরিবারকে সময় দেওয়া, অন্যের ভালো করার চেষ্টা এই সবকিছুই জীবন।
আমাদের সবাইকে একদিন মরতে হবে। সারা জীবন যে সম্পদ অর্জন করেছি তা রেখেই যেতে হবে! সঙ্গে শুধু যাবে আমল নামা!
আচ্ছা, আমল নামার ব্যাপারে কি আমরা দিনে একবারও ভাবি!? যদি না ভাবেন তাহলে চিন্তা করুন কিসের মোহে ছুটছেন?

No comments:

ads
Theme images by A330Pilot. Powered by Blogger.