ads

নতুন বর্ষ উদযাপন

 গতবছরও আমি বাসার আশেপাশে এত ফানুশ আর আতশবাজি দেখি নাই যতগুলো আজকে চোখে পড়ছে। আমি দুই ঈদের কোনোটাতেই আমাদের এজের ছেলে-মেয়েদের এতটা উৎসাহী দেখি না যতোটা তারা নিউ ইয়ারস ইভে থাকে। দুইএকটা বাড়ির ছাদ ছাড়া প্রায় সবগুলো ছাদেই আলো, আতশবাজি আর ফানুশ। ফ্রেন্ডসার্কেলের অনেকেই বারবিকিউ করছে ছাদে। একটা টাইমে শবে বরাত আর শবে কদরে হালকা বোমাবাজি হতো যা এখন বলতে গেলে একদমই হয় না। কিন্তু শবে বরাতের সময় যা হতো তা কেবল অল্পকিছু ছেলের মধ্যে সীমাবদ্ধ থাকতো, খরচ খুব একটা ছিলো না। কিন্তু নিউ ইয়ারস ইভকে মানুষ রীতিমতো এমব্রেস করে নিয়েছে।

ওয়েল, পরাজিতরা বিজয়ী সভ্যতার অনুসরণ করে। গত কয়েক বছরে এসব দেখতে দেখতে আমি সত্যিই হতাশ। রাষ্ট্র, অর্থনীতি, শিক্ষা, সমাজ সবকিছুই যখন পশ্চিমের মডেলে চলছে সেখানে এমন আউটকাম অবশ্যই অবাক করার মতো না। মুসলিমদের দাওয়াতে ১০০ জন সচেতন হলে অন্যদিকে হয়তো হাজার হাজার আধুনিক সভ্যতাকে গ্রহণ করছে শিক্ষাব্যবস্থা, মিডিয়ার বদৌলতে এবং প্রপার গাইডেন্সের অভাবে। আমাদের ১৮০ কোটি ম্যানপাওয়ার শুধু একটা নাম্বার, ঠিক যেমন ২২০ কোটি খ্রিস্টানদের বেশিরভাগই খ্রিস্টধর্ম ফলো করে না।
আমি সত্যি বলতে হতাশ। মানুষজন এখন আর সগীরাহ/কবীরাহ গুনাহতে থেমে নেই। আমরা নিজেরাও কমবেশি এফেক্টেড। অন্তত রাষ্ট্র, সমাজ, শিক্ষার জন্য তাদের ফ্রেমওয়ার্কের ভেতরই থাকতে হচ্ছে।
এমন একটা যামানায় আছি আমরা যা হয়তো যেকোনো নবীর উম্মতের ফিতনার চেয়েও ভয়াবহ, মানুষের একার পক্ষে যার সমাধান করা অসম্ভব।
Azher Mahmud

No comments:

ads
Theme images by A330Pilot. Powered by Blogger.