অপরাধ বোধ না হওয়া
মানব সভ্যতায় কিছু দুষ্টু প্রকৃতির লোক থাকা এবং কিছু অপরাধ সংঘটিত হওয়া একটা স্বাভাবিক ব্যাপার। এরজন্য বিচার হবে, আইন হবে, সচেতনতা হবে। এটাই স্বাভাবিক প্রক্রিয়া। এবং এই প্রক্রিয়া স্বাভাবিকভাবে কোন সভ্যতার জন্য হুমকিও নয়।
মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় হুমকি হল অপরাধ সংঘটিত হওয়ার পর সেটাকে অপরাধ হিসেবে বিবেচনা না করা। আমাদের মুসলিম তরুণদের বিশাল এক অংশ আজ এই সমস্যাটার মধ্যে আটকে আছে।
মনে রাখতে হবে, ইসলামী শরীয়তে কোন অপরাধ সংঘটিত করার থেকেও অপরাধটাকে নরমালাইজ করা গুরুতর অপরাধ। কোন অপরাধ করা কবীরাহ গোনাহ , কিন্তু সেটাকে স্বাভাবিক ও বৈধ মনে করা কুফুর। প্রথমটা নিছক পাপী বানায়। আর দ্বিতীয়টা কাফির বানায়। প্রথমটাতে শাস্তি ভোগ করার পর (কিংবা আল্লাহর ইচ্ছায় মাফ পেয়ে) কোন এক সময় জান্নাতের নিশ্চয়তা আছে। আর দ্বিতীয়টাতে আজীবন জাহান্নামের নিশ্চয়তা আছে।
ইসলামী পরিভাষায় দ্বিতীয় বিষয়টাকে বলা হয় ইস্তিহলাল। এটা জঘন্যতম এক পাপ, কুফর ও রিদ্দাহ। ইস্তিহলালের ফিৎনা মহামারি আকারে ছড়িয়ে পড়েছে তরুণদের ভিতর। এর প্রধান কারণ হল লিবারেল মূল্যবোধ ও তার মানদণ্ড প্রবৃত্তি। ইসলামে নৈতিকতার মানদণ্ড ওহী। কিন্তু লিবারেলিজমে নৈতিকতার মানদণ্ড হল মানবীয় প্রবৃত্তি।
ওহীর মানদণ্ডকে পরিত্যাগ করে মানুষ আর আল্লাহর আবদ তথা বান্দার স্বীকৃতির মাঝে থাকে না। সে তখন প্রভুত্বের দাবিতে অনুপ্রবেশ করে বসে। তাকেই তখন বলা হয় হিউম্যান বিয়িং। মুসলিম ও আবিদের পরিচয় ছেড়ে দিয়ে আমরা আজ হিউম্যান বিয়িংয়ের পরিচয় বরণ করে নিচ্ছি। কিন্তু আমরা বুঝতে পারছি না, এটা তো কাফেরেরই আরেক নাম। মুরতাদেরই আধুনিক নামকরণ।
Iftekhar Sifat
No comments: