শিশু মুহান্নাকে নিয়ে তার মায়ের অসামান্য একটি লেখা
দেখতে দেখতে এক মাস হয়ে গেলো। ভোরের পবিত্রতা নিয়ে, শিউলি ফুলের শুভ্রতা নিয়ে, বিকালের লালিমা নিয়ে, গোলাপের সুগন্ধি নিয়ে তুমি এই ধরনীতে এসেছো।
যখন দুনিয়াতে এলে তখন তুমি কান্না করছিলে। আমি জাগ্রত ছিলাম। তোমার কান্নার সুর আমার নিকট সুবহে সাদিকের রিনিঝিনি মৃদুমন্দ বাতাসের মতো অনূভূত হচ্ছিলো। আমি খুব করে চাচ্ছিলাম, তোমার কান্না আরও শুনতে। ব্যথার তীব্রতা বুঝতে না পারার জন্য চিকিৎসকের দেওয়া অজ্ঞান হওয়ার ওষুধে ঘুমাতে চাচ্ছিলাম না। জেগে থাকতে চাচ্ছিলাম। ভাবছিলাম, তুমি কাঁদছো কেন এই বিশাল পৃথিবীতে এসে। তুমি কি রূহের জগতের বিরহ অনুভব করছিলে, যার সাথে রয়েছে তোমার আত্মার সম্পর্ক? যার সাথে তোমার কলবের বন্ধন অবিচ্ছেদ্য? নাকি ভয় হচ্ছিল নতুন পৃথিবীর সাথে অপরিচয়ের? তুমি কি অনুভব করছিলে পৃথিবীটা বিশাল একটা জেলখানা? এখানে কদমে কদমে জাল বিছিয়ে রেখেছে এক মহাশত্রু, যার নাম শয়তান?
মুহান্না, ভয় পাওয়ার কারণ নেই। তোমার নামের অর্থই তো অভিনন্দনপ্রাপ্ত ও আনন্দিত।
শোনো মুহান্না, এতদিন তো ছিলে মায়ের গর্ভে ছোট একটা ফুলের মাঝে। এখন যে পৃথিবীতে এসেছ, এখানে রয়েছে বিস্তীর্ণ জায়গা। এখানে আলো থাকবে, অন্ধকার থাকবে; রোদ থাকবে, ছায়া থাকবে। কখনো আকাশ থেকে ঝরে পড়বে রহমতের বারিধারা।
এখন তোমার জীবন নামে একটা সফর শুরু হবে, যার সমাপ্তি হবে মৃত্যু দ্বারা। এই জীবনের সকল সময়ে তুমি নির্বিঘ্নে একই ধারায় পথ চলতে পারবে না। কখনো তুমি হোচট খেতে পারো, কিন্তু হোচট খেয়ে পড়ে থাকলে চলবে না। উঠে দাঁড়ানো শিখতে হবে, জীবনবোধটা সৃষ্টি করতে হবে হৃদয়ে, খামখেয়ালির মাঝে সময়কে নষ্ট করা যাবে না। জন্মের সময় তুমি কেঁদেছ, শূন্য হাতে এসেছ; কিন্তু দীর্ঘ নয় মাস অপেক্ষার পরে তোমাকে পেয়ে সবাই আনন্দিত হয়েছে, হেসেছে, কোলে নিয়ে চুমু খেয়েছে তোমার কপালে। তবে মৃত্যুর সময়টাতে তোমার রিক্তহস্ত থাকা চলবে না। অর্জন করতে হবে আখিরাতের সামানা। সেই সময়টা হবে তোমার পরম প্রাপ্তির। তখন ইনশাআল্লাহ তুমি হাসবে, আর তোমার বিরহে গোটা পৃথিবী কাঁদবে।
- উম্মে ফাইয়াজ
No comments: