ads

পুরুষের গাইরত

 একজন মুমিন পুরুষ কীভাবে এটা সহ্য করে যে, তার স্ত্রী, কণ্যা, বা বোন ট্যুারের নাম করে অন্য পুরুষের সাথে ঘুরতে বেরিয়ে পড়ে, নানা ইভেন্টে অংশ নেয় এবং অর্ধনগ্ন হয়ে নাগিনি ড্যান্স এর সাথে হলি উদযাপন করে। আবার এসব কিছুর ভিডিও অনলাইনে ঘুরে বেড়ায়।

আপসোস! ঈমানের গায়রত কতটা তলানীতে গেলে একজন মুমিন অভিভাবক এগুলো দেখেও না দেখার ভান করে, অনায়াসে সয়ে যায়।
সহীহ বুখারীতে একটা প্রসিদ্ধ হাদীস আছে-
একবার সা’য়াদ ইবনু উবাদা রাযি. সাহাবীদের বললেন; আমি যদি কাউকে আমার স্ত্রীর সাথে দেখি; আমার ইচ্ছে হয় তরবারি দিয়ে তার গর্দান উড়িয়ে দেই। সাহাবীগণ স্ত্রী কেন্দ্রীক তাঁর এই সংবেদনশীলতা দেখে অবাক হলেন এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের অবাক হওয়ার উপর বরং অবাক হলেন। তিনি তাদের প্রশ্ন করলেন,
أتعجبون من غيرة سعد لأنا أغير منه والله أغير مني
“তোমরা সা’য়াদের সংবেদনশীলতা দেখে অবাক হচ্ছো? আমিতো তার চেয়েও বেশি সংবেদনশীল। আর আল্লাহ! তিনি আমাদের চেয়েও আরো অধীক সংবেদনশীল”।
কুরআন, হাদীস, ফিকহ খুঁজলে কোথায়ও এই বিধান পাওয়া যাবে না যে, কেউ তার স্ত্রীর সাথে অন্য পুরুষকে দেখলে সে যেন তাকে হত্যা করে ফেলে। এবং সায়া’দ রাযি. যদি সত্যিই কোন গভীর অপরাধের স্বাক্ষপ্রমাণ ও শরয়ী বিচারিক সিদ্ধান্তের বাইরে এমনটি করে ফেলেন; তাহলে রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালত তাঁরও বিচার করবে।
কিন্তু তারপরো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সা’য়াদের এই গাইরতকে পশ্রয় দিয়েছেন। শুধু তাই নয়, বলেছেন আমি এর চেয়েও অধীক সংবেদনশীল। এটা ঈমানদারের আত্মমর্যাদা। ঈমানের একটা স্বাভাবিক চাহিদা।
হে আমার প্রিয় ঈমানদার ভাই- বোনেরা সতর্ক হোন, আল্লাহ তায়ালাকে ভয় করুন। ভয় করুন সেই দিনকে, যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে।

No comments:

ads
Theme images by A330Pilot. Powered by Blogger.