ads

মেসওয়াক করার গুরুত্ব

 রাতভর ঘুমোনোর পর আমাদের মুখ গহ্বরে এক প্রকার লালা জমে ওঠে৷ যার থেকে সৃষ্টি হয় দুর্গন্ধ৷ মুখের এই দুর্ঘন্ধ দূর না করে মানুষের কাছে গেলে সবাই নাকে রুমাল চেপে ধরবে আমাকে দেখে৷ এতে পাশের মানুষটি যেমন কষ্ট পাবে লজ্জায় পড়ে যেতে হবে নিজেকেও৷

কেবল মুখের দুর্গন্ধ দূর করে লজ্জা এড়ানোর জন্যেই নয়৷ সে কাজ তো ব্রাশেও হয়৷ মেসওয়াক যাকে বলে, গাছের কাঁচা ডাল, তা ব্যবহার করার আলাদা তাৎপর্য আছে৷ এটা আমাদের নবিজীর সুন্নাহ৷ নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি বিশেষ আমল ছিলো মেসওয়াক করা৷ মেসওয়াকের ব্যাপারে যত গুরুত্ব দিতেন তিনি অন্য মুস্তাহাব আমলের প্রতি সাধারণত তত গুরুত্ব দিতেন না৷ একটি হাদিসে নবিজী বলছেন—
আমার উম্মতের জন্যে কঠিন হয়ে যাবে— এই শঙ্কা না হলে প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করা তাদের জন্যে ওয়াজিব করে দিতাম৷
(বুখারি ও মুসলিম)
নবিজী চাইতেন উম্মতের ওপর আবশ্যক করে দিবেন মেসওয়াক করাকে৷ কিন্তু করেননি এই উম্মাতের চিন্তা করেই৷ এখন উম্মতেরই উচিত তাৎপর্য ও গুরুত্ব অনুধাবন করে নিজেদেরই এটাকে 'আবশ্যক' করে নেয়া৷ বিশেষ করে ঘুম থেকে জেগে উঠবো যখন৷
বলছিলাম ঘুম থেকে জেগে মেসওয়াক করার কথা৷ নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুম থেকে জেগে অন্যান্য আমলের পর সর্ব প্রথম যে কাজটি করতেন তা এই মেসওয়াকের ব্যবহার৷ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাদের জানাচ্ছেন—
নবিজী ঘুম থেকে জেগেই মেসওয়াক করতেন৷
(বুখারী)
এমন কথা হুজায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকেও আমরা জানতে পারি৷ তিনি বলছেন—
নবিজী ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন৷
(বুখারী ও মুসলিম)
আসলে নবিজী ঘুম থেকে জেগে যে মেসওয়াক করতেন এমন হাদিসের সংখ্যা বহু৷
কিয়ামুল লাইলের কথা এবং তার প্রয়োজনীয়তা ও উপকারের কথা তো আপনাদেরকে আগেই বলেছি৷ তো, যখন আপনি শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজে তেলাওয়াত করবেন ফেরশতা এসে আপনার মুখের কাছে তার মুখ লাগিয়ে আপনার তেলওয়াত শুনতে থাকবে৷ এখন মেসওয়াক না করে মুখে দুর্গন্ধ নিয়ে যদি আপনি তেলাওয়াত করেন তবে তো ফেরেশতা নির্ঘাত কষ্ট পাবে৷ যে ফেরেশতা ভালোবেসে আপনার তেলাওয়াত শুনতে এলো তাকে কষ্ট দেয়া কি আপনার ঠিক হবে! বেইনসাফি হয়ে যায় না!
অবাক হচ্ছেন! সত্যিই ফেরেশতা আপনার তেলাওয়াত শুনতে আসে এবং সত্যিই আপনার মুখের সাথে তার মুখ লাগিয়ে দেয়৷ এমনটা নবিজী আমাদের জানিয়েছেন৷
জামিউস সগীর নামে সহীহ হাদিসের একটি সংকলন আছে৷ জাবির ইবনে আবদুল্লাহ আল আনসারি রাদিয়াল্লাহু আনহুমার একটি বর্ণনায় সেখানে উল্লেখ করা হয়েছে যে, নবিজী বলেন—
যখন তোমাদের কেউ ঘুম থেকে জেগে রাতের নামাজ আদায় করবে সে যেন মেসওয়াক করে নেয়৷ কেননা তোমাদের কেউ যখন তেলাওয়াত করে ফেরেশতা সেই তেলাওয়াতকারীর মুখের ওপর তার মুখে রেখে দেয়৷ এমনকি তেলওয়াতকারীর মুখ থেকে যে আয়াত বের হয় তা যেন ফেরশতার মুখের মধ্যে প্রবেশ করে৷
(জামিউস সগীর)
আল্লাহ তায়ালা মেসওয়াকের ভালোবাসা জাগরূক করে দিন আমাদের হৃদয়ে৷
# আমার_ঘুম_আমার_ইবাদাত

No comments:

ads
Theme images by A330Pilot. Powered by Blogger.