ads

নামাজের দুই গাফিলতি

নামাজের দুটি বিষয়ে অনেকেই গাফিলতি করে থাকেন:

ক. একটি হচ্ছে ফজরের জামাত চলাকালীন সুন্নত আদায় করা। যদিও হানাফি মাযহাবে এর সুযোগ আছে কিন্তু এটি শর্তমুক্ত নয়। বরং কোন খুঁটি কিংবা দেয়ালের আড়ালে অথবা জামাতের স্থান থেকে অনেক দূরে সুন্নত আদায়ের সুযোগ রয়েছে। 

কিন্তু এখন দেখা যায় অনেকেই কাতারের সাথে মিলে, এমনকি যে কাতারে জামাত হচ্ছে সেই কাতারে দাঁড়িয়ে সুন্নত আদায় করেন। যা সম্পূর্ণ অনুচিত।

খ. নামাযের কাতারে কাঁধের সাথে কাঁধ মিলবে নাকি পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলবে, নাকি পায়ের সাথে পা মিলবে এগুলো নিয়ে অনেক ঝগড়া আমরা দেখেছি। কিন্তু সর্বসম্মতভাবে কাতারের গুরুত্বপূর্ণ বিষয়, দুজনের মধ্যে ফাঁকা না থাকা এবিষয়ে আমরা অনেকেই উদাসীন।

এবিষয়ে সবারই সতর্কতা কাম্য। আল্লাহ তাআলা সবাইকে তওফিক দান করুন, আমিন।

No comments:

ads
Theme images by A330Pilot. Powered by Blogger.