রাসূল সাঃ এর প্রতি ভালোবাসা
কা'ব বিন আশরাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে গালি দিত। তিনি চেয়েছিলেন কোন সাহাবী তাকে হত্যা করুক। মুহাম্মাদ বিন মাসলামাহ রাঃ প্রস্তত হয়ে গেলেন। রাতের অন্ধকারে ইয়াহুদি কা'বকে হত্যা করে আসলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে অপেক্ষায় ছিলেন কখন মুহাম্মাদ বিন মাসলামাহ ফিরে আসবেন? তিনি চিন্তিত ছিলেন ইবনে মাসলামাহ ইবনে আশরাফকে হত্যা করতে পারল কিনা, তার কোন ক্ষতি হল কিনা। তিনি নামাজ পড়ছিলেন। মুহাম্মাদ মাসলামাহ মোবারক গুপ্ত হামলা করে ফিরে আসলেন। অপারেশন সফল।
তাকে দেখে সাহাবায়ে কেরাম তাকবীর দিতে লাগলেন। তাকবীরের ধ্বনি শুনে রাসূল অস্থির মনে বের হয়ে আসলেন, হয়ত মুহাম্মাদ বিন মাসলামা ও তার সাথীরা চলে এসেছে। তিনি বের হয়ে যখন শুনলেন তারা কা'বকে হত্যা করতে সফল হয়েছে, তিনি খুশি হয়ে গেলেন। আর তাদের জন্য দোয়া করে বললেন, "তোমাদের চেহারা (কিয়ামতের দিন) আলোকোজ্জ্বল হয়ে উঠুক।"
মুহাম্মাদ বিন মাসলামার উত্তরসূরীরা এই যুগেও আছে। কিন্তু উম্মাহ তাদের ব্যাপারে বেখবর। তাদের আন্তকলহের আড়ালে উম্মাহর শ্রেষ্ঠসন্তানদের ফাঁসির আদেশ জারি হচ্ছে। তারা তো আমাদের চোখের পানি আর সহমর্মিতা থেকে বেনিয়াজ। কারণ তাদের কাছে তো পৌঁছে গেছে রাসূলের সেই মোবারক দোয়া,"তোমাদের চেহারা আলোকোজ্জ্বল হয়ে উঠুক।"
ইহুদি এক মহিলা। রাসূলকে গালিগালাজ করত। এক অন্ধ সাহাবী তাকে হত্যা করেন। রাসূলের কাছে মোকাদ্দামা আসল এই হত্যাকাণ্ডের। রাসূল জানতে চাইলেন কে হত্যা করেছে। অন্ধ সাহাবী দাঁড়িয়ে গেলেন। রাসূলকে মহিলার অপরাধের কথা জানিয়ে তিনি হত্যার স্বীকারোক্তি দিলেন। রাসূল তাকে বেকসুর খালাস বলে মামলার রায় দিলেন। এবং মহিলার রক্তকে মূল্যহীন ঘোষণা করলেন।
এরকমই আরেকটি মামলা দায়ের হয়েছিল রাসূলের দরবারে অন্ধ সাহাবী উমাইরের নামে। রাসূল তার স্বীকারোক্তি পেয়ে খুশি হয়ে গেলেন। সাহাবাদের মাঝে ঘোষণা দিলেন, তোমরা যদি এমন কোন ব্যাক্তিকে দেখতে চাও যে না দেখে আল্লাহ ও তার রাসূলকে সাহায্য করেছে, তবে তোমরা উমাইরকে দেখতে পারো। এর সাথে যুক্ত করে উমর রাঃ বলেন, দেখো এই অন্ধ আল্লাহর আনুগত্যে রাতে বিচরণ করে। তোমরা তাকে অন্ধ বলো না। বরং সেই তো প্রকৃত দৃষ্টিশক্তি সম্পন্ন।
এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদালতে দায়ের করা একটি মামলার রায়। এই রায়ের সাথে বর্তমান মুসলিম নামধারী আদালতের রায় মিলিয়ে দেখুন। শাতেম, যার রক্তের নেই কোন মূল্য, তার নাপাক রক্তের বিনিময়ে আজকে একাধিক মুহাম্মাদ বিন মাসলামার রক্তকে বৈধ ঘোষণা করা হচ্ছে। আজকে একজন শাতেমের রক্তের মূল্য এতোটাই বেড়ে গেছে যে, তার রক্তের জন্য পুরো রাষ্ট্রযন্ত্র উঠে দাঁড়িয়েছে। আর মুসলিম এবং আব্দুল্লাহ বিন আতিকদের রক্তের মূল্য এতোটাই সস্তা হয়ে গেছে, মুসলিমদের ভিতর তাদের রক্তের জন্য শোকের ছাপটুকুও দেখা যায় না।
আফসোস হয়, মসজিদ ভাঙ্গা হচ্ছে, মাদ্রাসায় হামলা হচ্ছে, আলেমদের রক্তাক্ত করা হচ্ছে, ওয়াজ মাহফিলে বাঁধা ও নিষেধাজ্ঞা জারি হচ্ছে। আর ঠিক সেই মূহুর্তেই আমরা দারুল আমান নিয়ে বিতর্কে লিপ্ত হচ্ছি।
তথ্যসূত্রঃ আস সাইফুল মাসলুল আলা মান সাব্বার রাসূল ﷺ, ইমাম সুবুকী রহিমাহুল্লাহ, পৃষ্ঠা:২৯৭, ২৯৮, ২৩০, ২৪৭, ২৪৮.
No comments: