ads

ফেসবুক পন্ডিত

 আমরা প্রত্যেকেই আজ পণ্ডিত৷ বিশেষ করে এই ফেসবুক পাড়ায় যাদের নিত্য গতায়ত তারা তো একেকজন জ্ঞানের সমুদ্দুর! নিজের পোস্টে, অন্যের কমেন্টে আমরা কেবল জ্ঞান বিলিয়ে বেড়াই৷ জ্ঞান-বিদ্যার এক ভিস্তি কাঁধে নিয়ে ঘুরছি আমরা সবাই৷

এবং সেই ভিস্তিটা জাদুকরের কালো থলেটার মতোই৷ জাদুকর তার কালো থলের মুখ খুলে দিলে যেমন ডানা ঝাপটিয়ে একের পর এক শুভ্রোজ্জ্বল কবুতর বেরোতেই থাকে আমাদের জ্ঞানের ভিস্তিটাও তেমন; অফুরন্ত জ্ঞান তাতে পুরে রাখা৷ যার যে ধরণের জ্ঞান দরকার ভিস্তির মুখ খুলে প্রয়োজন মতোন বাটোয়ারা করে দিই৷ কিন্তু ভুলে যাই— জাদুকরের থলে থেকে বেরোনো কবুতর যেমন সাময়িক বিভ্রম আমার ছড়ানো এই অঢেল জ্ঞানের ভিত্তিও খুব নড়বড়ে৷
কেবল ফেসবুক পাড়ারই কথা বলছি কেন! সর্বত্রই আজ জ্ঞানিদের ছড়াছড়ি৷ চারপাশে এত পণ্ডিতের সমারোহ! আবার মহা আশ্চর্যের বিষয়ও এটাই যে, প্রত্যেকে নিজেই কেবল জ্ঞানী নই; বরং বাটখারা হাতে বসে আছি অন্যের পাণ্ডিত্যের পরিমাপ করবো বলে৷ প্রত্যহ আমরা মেপে চলি একে অন্যের জ্ঞানের পরিধি৷
কারুর ফেসবুক ফলোয়ার-লাইক-কমেন্ট ইত্যাদির পরিমাপে তার জ্ঞানের ওজস্বীতা নির্ধারণ করে উঠছি৷ কারও বা আবার জ্ঞানের পরিধি মাপছি বাজারে তার কতগুলো পুস্তক বর্তমান তার বিবেচনায়৷
আমাদের প্রতিজনেরই রয়েছে জ্ঞানী চেনার ও তার জ্ঞান পরিমাপের নিজস্ব ও সতন্ত্র্য ব্যারোমিটার৷
কিন্তু কি জানেন— আমাদের প্রায় সবারই খেয়ালে নেই যে, জ্ঞান পরিমাপের এবং জ্ঞানী বিবেচনার এক অব্যর্থ মিটার তৈরি করে রেখেছেন আমাদের সকলের স্রষ্টা যিনি, তিনি৷ জ্ঞান যেহেতু তাঁরই দান সুতরাং কাকে তিনি কতটুকু দিলেন এবং প্রকৃত জ্ঞানীই বা কে তা চেনার জন্য তাঁর তৈরি মিটারই কি যথোপুযক্ত হবে না!
সন্দেহ নেই৷
চলুন, জ্ঞানী কে তা নির্ণয়ের কী পদ্ধতির কথা রাব্বে কারীম বলছেন তা জেনে নিই৷ তিনি বলছেন—
কাফিরদেরকে বলে দিন, তোমরা এতে ঈমান আনো আর না আনো, যাদেরকে এর আগে জ্ঞান দেয়া হয়েছিলো তাদের সামনে যখন কুরআন পড়া হয় তখন তারা হুমড়ি খেয়ে লুটিয়ে পড়ে সেজদায়৷
(ইসরা, আয়াত- ১০৭)
কে জ্ঞানী আর কে জ্ঞানী নয়— তা নিয়ে আমাদের আজ কত তর্ক! এ একে রাখছে তো সে তাকে খারিজ করে দিচ্ছে৷ ফলাফল কেবল হিংসা, দ্বেষ আর হিংস্রতার ছড়াছড়ি৷ কী দরকার এসবের! রাব্বে কারীম তো বলেই দিলেন কে জ্ঞানী! অই যে তিনি বললেন না— যারা জ্ঞানী তাদের সামনে কুরআন কারীম তেলাওয়াত করা হলে সেজদায় লুটিয়ে পড়ে তারা৷ কান্নায় ভেঙ্গে পড়ে পবিত্র আয়াতের শ্রবণে৷
ব্যস, এবার নিজের দিকে চেয়ে দেখি— কুরআন কারীমের শ্রবণে দু চোখে অশ্রুর ঢল নেমে আসে কিনা আমার! অজান্তেই রাব্বে কারীমের প্রতি শ্রদ্ধাবনত হয়ে ওঠে কিনা আমার মন!
আমি জ্ঞানী কি মুর্খ তা নির্ণীত হয়ে যাবে মুহূর্তেই৷
# নিজের_দিকে_চেয়ে
আহমাদ সাব্বির

No comments:

ads
Theme images by A330Pilot. Powered by Blogger.