ইলমকে ব্যাপকতা দান
আমার কথা হল:
১.
ইলমকে ব্যাপক করতে হবে। আকীদা-ফিকহ-উসুলাদি-হাদিস-তাফসীর-সীরাহ-বাতিল মতবাদ (নতুন-পুরাতন)। দীন মানে ইলম। ইলম ছাড়া ঈমানের মেহনত, ওয়াজ, মুজাকারা এগুলো দিয়ে লক্ষ্য হাসিল হবে না।
২.
এজন্য ইলমকে বাংলায়ন করার কোনো বিকল্প নাই। ফার্সিতে যদি ইলমচর্চা হতে পারে, উর্দুতে যদি হতে পারে, বাংলায় না হওয়ার কোনো কারণ নাই। বাংলায় শুরু হলেই বাংলা আবার আরবি-ফারসি শব্দবহুল ভাষায় পরিণত হবে।
৩.
আলিমগণ দীনের নানান দিক সামাল দেন। গণ দাওয়াহ বা গণসংযোগে ব্যাপকভাবে তাদের আনা সম্ভব না। আর গণসংযোগ ছাড়া লক্ষ্য অর্জন সম্ভব না। আলিমদের সাথে আওয়ামের একটা ভাষাগত, ভঙ্গিগত পার্থক্যও আছে। এই কাজটা জেনারেল দিয়েই করতে হবে। এজন্য তাবলীগের মত বে-ইলম দাঈ না। আলিমানা ইলম ওয়ালা দাঈ তৈরি করতে হবে যারা নূরানীর মত শিক্ষাদানের ইজাজতপ্রাপ্ত হবে 'বাঙলা'য়। সে ঐ কিতাবই শেখাবে যা সে নিজে শিখেছে। এভাবে দাঈ থেকে দাঈ তৈরি হবে।
৪.
এরা আলিম হবে না। এরা হবে 'দাঈ'। দাঈ কোর্স। সব ইলম এরা বাংলায় শিখবে ও শেখাবে। ফলে আলিমদের সম্মান ফিরে আসবে৷ এরা উম্মতকে আলিমদের ইজজত শেখাবে।
৫.
ফিকহের কিতাবের স্ট্যাপলিং করা চ্যাপ্টার, ওয়াজ, মিম্বর, মাহফিল থেকে বহু কথা হারিয়ে গেছে, আরও যাবে দিন দিন। কুরআন থেকে সেসব কথা সরানো যাবে না। দাঈদের দিয়ে কুরআন, কুরআন বুঝার জন্য মোটা মোটা ফিকহ, ফিকহী উসুল, মোটা মোটা আকীদা, হাদিস ছড়িয়ে দিতে হবে। বাংলায়।
যতদিন তা না হচ্ছে। কী করবে উম্মত। কী করবে এই দীনপাগল জেনারেল যুবসমাজ? মাদরাসায়, আলিমের কাছে গিয়ে? ব্যাপক হবে না বিষয়টা। আরও ব্যাপক কিছু ভাবতে পারছি না বলেই এসব বলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। তাকান। আর ভাবেন।
Shamsul Arefin Shakti
No comments: