সাইলেন্ট হিরো এপেনডিক্স বনাম ডারউইনিজম
ডারউইন তার জীবজগতের বিবর্তনের ব্যাখ্যায় মানবদেহের কিছু জিনিসকে অপ্রয়োজনীয় বলা শুরু করে। যা পরবর্তীতে পাঠ্যপুস্তকসহ বিভিন্নভাবে তা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে।
"প্রচলিত ধারণা অনুযায়ী, যেসব অঙ্গগুলো একসময় পূর্বপুরুষের দেহে সুগঠিত ও কার্যক্ষম ছিল, কিন্তু পরবর্তী বংশধরের দেহে গুরুত্বহীন, অগঠিত ও অকার্যকর অবস্থায় নিষ্ক্রিয় অঙ্গ বলে।..
পরিবেশগত কারণে মানুষে এসব অঙ্গ কোনো প্রয়োজনে না আসায় বিবর্তনের মাধ্যমে নিষ্ক্রিয় অঙ্গে রূপান্তরিত হয়েছে।" [১]
মানবদেহের বৃহদান্ত্রের সিকামের সাথে যুক্ত থাকে এপেন্ডিক্স। আর এই এপেন্ডিক্সকে নিষ্ক্রিয় বলে চালানো হচ্ছে ডারউইনের সময় থেকেই।
তাদের মতামত এমন যে, এপেন্ডিক্স তো কাজ করেই না, বরং তা এপেন্ডিসাইটিস হয়ে অপারেশন টেবিলে নিয়ে যায় মানুষকে।
ডারউইন মশাই আরো বলেছিলেন, এপেন্ডিক্স যে শুধু বেহুদা তাই নয়, মাঝে মধ্যে এটি মৃত্যুও ডেকে আনে। [২]
কিন্তু মজার বিষয় হলো, আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে, বিবর্তনবাদীদের এগুলোর সবই ভুল অনুমান ব্যতীত আর কিছুই নয়। [৩]
গবেষণায় বের এসেছে, ফিটাস ও প্রাপ্তবয়স্ক উভয়ের ক্ষেত্রেই এপেন্ডিক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১. ফিটাল এপেন্ডিক্সে থাকা এন্ডোক্রাইন কোষ দেহের সাম্যাবস্থা বা হোমিওস্ট্যাটিস বজায় রাখতে সাহায্য করে থাকে।
২. জন্মের পর পরই এপেন্ডিক্সে প্রতিরক্ষা কোষগুলো আসা শুরু হয়। যাদেরকে আমরা লিম্ফয়েড টিস্যু বলা হয়ে থাকে।
৩. এতে প্রচুর পরিমানে লিম্ফয়েড কোষ থাকে তাই একে অ্যাবডোমিলান টনসিলও বলা হয়। সুতরাং, এটি প্রতিরক্ষা কোষ হিসেবেও কাজ করে।
৪. ইন্টারেস্টিং বিষয় হলো, এখানে B-লিম্ফোসাইট পরিপক্ব হয় এবং Immunoglobulin IgA তৈরী হয়।
৫. দেহের বিভিন্ন অংশে লিম্ফোসাইট পাঠাতেও এটি সাহায্য করে।
৬. এপেন্ডিক্স প্রতিরক্ষাব্যবস্থার সাথে পরিপাকতন্ত্রের যোগাযোগ বজায় রাখতে ভূমিকা রাখে।
এছাড়াও, প্রাপ্তবয়স্কদের এপেন্ডিক্স প্রচুর পরিমানে উপকারী ব্যাকটেরিয়া ধারণ করে রাখে।
ডায়রিয়া এর কারণে যখন শরীর থেকে অনেক উপকারী ব্যাকটেরিয়া বের হয়ে যায় তখন মানবদেহের পরিপাকতন্ত্রে এরা সেই ব্যাকটেরিয়ার সরবরাহ করে থাকে।
রিসার্চে দেখা গিয়েছে, এপেন্ডিক্স কেটে ফেলার কারণে অন্ত্রে ইনফেকশনেট ঝুঁকি অনেক বেড়ে যায়। [৪]
অপর এক রিসার্চে দেখা গিয়েছে, এটি কেটে ফেলার কারণে "সিউডোমেমব্রেনাস কোলাইটিস" মারাত্মক রোগের ঝুঁকি প্রায় ৪গুণ বেড়ে যায়। [৫]
এমনকি, এপেন্ডিক্সে বিভিন্ন ধরণের রিকন্সট্রাক্টিভ সার্জারিতেও কাজে লাগানো হয়ে থাকে। যেমন: ইউরেটার, মূত্রথলি ইত্যাদির বিশেষ অপারেশনে।
আরো এক গবেষণায় বলা হয়েছে, এটি আমাদের ক্ষুধা পেতেও ভূমিকা রাখে।
উপরের প্রত্যেকটি বিষয়ই আধুনিক বিজ্ঞানের দ্বারা প্রমাণিত। কিন্তু ডারউইন মশাইয়ের গোড়ায় গলদ টাইপের ব্যাখার মাধ্যমে সৃষ্টিজগতের কোনো স্রষ্টা নেই এবং মানুবদেহের ডিজাইনগত ভুল ধরা যা মনগড়া বানোয়াট কাহিনী ব্যতিত আর কিছুই নয়।
আল্লাহ তায়ালা বলেন:
নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠতম-সুন্দর আকৃতিতে।’ [সুরা তীন : আয়াত-৪]
বর্তমানে বিবর্তনবাদী গবেষকরাই অনেকে এপেন্ডিক্সকে অকাজের জিনিস বলার বিপক্ষে মত দিচ্ছেন।
কেইট জনসন বলেন, "আমার মনে হয়, এপেন্ডিক্সকে নিষ্ক্রিয় অঙ্গ বলা বন্ধ করার সময় এসেছে।" [৬]
এক বিবর্তনবাদী বিজ্ঞানসাইট এপেন্ডিক্সকে স্বর্ণ বলে আখ্যায়িত করেছে। [৭]
বিজ্ঞানীরা এপেন্ডিক্সকে "সাইলেন্ট হিরো" হিসেবে উল্লেখ করেছেন।
তিনিই এক স্রষ্টা যার ডিজাইনে কখনোই কোনো ভুল নেই। তিনি নিশ্চয়ই সকল ভুলের উর্ধ্বে।
মো: আবিদ হোসেন
রেফারেন্স:
১. গাজী আজমল ও গাজী আসমত, জীববিজ্ঞান ২য় পত্র। একাদশ-দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা: ৩৪৬.
২. Charles Darwin (1871), The Decent of Man and Selection in Relation to Sex (London: John Murray), vol-I, p. 27
৩. Science Daily (2017), Appendix may have important function, new research suggests, Midwestern University
৪. Amanda Macmillan (2017), Your Appendix May Not Be Useless After All. Time Magazine.
৫. Rob Dunn (2012), Your Appendix Could Save Your Life: The Humble Organ may help us recover from serious infection. Scientific American.
৬. Kate Johnson (2019), The Human Appendix: Vital or Vestigal? Columbia Undergraduate Science Journal
৭. Christopher Wanjek (2006), The Appendix: Slimy But Not Worthless, LiveScience
No comments: