আমাদের কী করা উচিত আমাদের বাবা-মায়ের জন্য
মানুষ মারা গেলে সে আর আমল করতে পারে না।
সলাত, সিয়াম, দান-সদাকা, কুরআন তিলাওয়াত - আখেরাতের সব পাথেয় অর্জনের পথ বন্ধ হয়ে যায়।
আমরা যারা স্ত্রী-সন্তান বেষ্টিত হয়ে একটা সুন্দর সময় কাটাচ্ছি - আমরা একটু থেমে যদি চিন্তা করি - আমরাও তো আমাদের বাবা-মায়ের সাথে ছোট বেলায় এভাবে সময় কাটাতাম।
এখন তারা অনেকাংশেই একা।
কেউ বাসায় একা।
কেউ দেশে একা।
কেউ কবরে একা।
আমাদের কী কিছু করা উচিত না আমাদের বাবা-মায়ের জন্য?
ন্যুনতম যেটা করা উচিত - পাঁচ ওয়াক্ত সলাত সময় মতো পড়া এবং সলাত শেষে বাবা-মায়ের জন্য দু'আ করা। এটা একটা পথ যাতে সন্তান ভালো আমল করলে, বাবা-মা কিছু সাওয়াব পান।
আর বাড়তি হিসেবে বাবা-মায়ের যেসব সম্পত্তি সন্তানেরা পেয়েছে, ভোগ করছে সেখান থেকে কিছু সম্পদ বাবা-মায়ের নামে দান করা উচিত।
মাসজিদ বানানো যায় - যত মানুষ সলাত পড়বে তার একটা সাওয়াব বাবা মা পাবেন।
মাদ্রাসা বানানো যায় বা ভালো মাদ্রাসা যেখানে ভালোভাবে ইসলাম শেখানো হয় সেখানে আর্থিক সাহায্য করা যায়।
কিছু জমি ওয়াকফ করে সেখানে ফলের গাছ লাগানো যায় - এই ফল সবাই খাবে। পুকুর খুড়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া যায়।
জমি কিনে কবরস্থানের জন্য ওয়াকফ করে দেওয়া যায়, দেশে বহু জায়গা আছে যেখানে গৃহহীন মানুষ কবর দেয় নদীর ধারে কিংবা জঙ্গলের মধ্যে।
বিশ্বাসী কারো ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করে ক্যাশ ওয়াকফ করা যায় - যে আয় আসবে এই টাকা থেকে তা থেকে মৃত বাবা-মায়ের নাম দান করে দেবে যে ব্যবসা করছে সে - নিজ দায়িত্বে।
আদ দ্বীন হাসপাতালের মতো ভালো কিছু হাসপাতালে বেড বা যন্ত্রপাতি কিনে দেওয়া যায়।
পরিচিত কোনো শিল্পপতি থাকলে তাকে কিছু টাকা দিয়ে বলা যায় - এটা দিয়ে এমন একটা ফান্ড করতে যেটা থেকে ফ্যাকটরির কর্মচারীদের সত্যিকারের বিপদে কারদে হাসানা দেওয়া হবে। তাহলে অনেক গরীব মানুষকে ক্ষুদ্র ঋণের সুদের জালে জড়িয়ে পড়া থেকে বাঁচানো যাবে।
বাবা-মায়ের পেছনে যে খরচটা হতো, কিংবা যে ফ্ল্যাটটা তারা থাকতেন - এখন সেটার ভাড়া দিয়ে একজন মেধাবী আলিমকে মাসিক বেতনে দায়িত্ব দেওয়া যায় তিনি বিনা বেতনে মাসজিদে বাচ্চাদের কুরআন শেখাবেন। যাকে মানুষ ফোন করে তাদের পারিবারিক, সামাজিক সমস্যার কথা বলবে - তিনি ইসলামের আলোকে সেই সমস্যার সমাধান করে দেবেন।
বিভিন্ন মাদ্রাসাতে ডকটর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের বই সমগ্র দান করেন - একটা শেলফ সহ। মাদ্রাসার ছোট বাচ্চারা যেন মজা করে পড়তে শেখে এজন্য সিয়ান-সমর্পণ-গার্ডিয়ানের ছোটদের বইগুলো কিনে দেন।
আরো অনেক কিছু ভালো কাজ যা আল্লাহ পছন্দ করবেন - সেটা করেন বা করান।
এগুলো আপনার বাবা-মায়ের জন্য সাদাকায়ে জারিয়া হিসেবে থাকবে।
আপনি যে আজ একটা সুখী-সুন্দর জীবন কাটাচ্ছেন - এর পেছনে আল্লাহ আযযা ওয়া জাল্লার দয়ার পরেই আপনার কৃতজ্ঞতার দাবীদার আপনার-আমার বাবা-মা।
যদি বাবা-মা বেঁচে থাকে, তাদের উদ্বুদ্ধ করুন তারা যেন কবরে গিয়েও প্রতিদান পান এমন কিছু করেন।
আর যদি বাবা-মা মারা গিয়ে থাকেন তাদের পক্ষ থেকে আপনি কিছু করুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদের তৌফিক দিন।
No comments: